চাঁদ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------
গগনজুড়ে ছড়ায় চাঁদটা মোহময় মায়ায় অপূর্ব হলদেটে আলো,
নিমিষেই দূর করে স্তব্ধ নিশুতি রাতের নিকষ আঁধার কালো!
চারপাশে তার স্ফটিকতূল্য তারারা আকাশের গায়ে মিটিমিটি জ্বলে,
একান্ত নম্রতায় তারা মহান স্রষ্টার গুণগান নিঃশব্দে যায় বলে।
প্রথমে সে সাদা বা, লালচে কাস্তের মতো থেকে ধীরে ধীরে পাক্ষিকান্তে গোল আলোর বৃত্তে হয় পরিণত!
যায় না বুঝা তার চলন গতি, অপলক চেয়ে থেকেও আগ্রহে অবিরত!
মন্থরতায় যায় এগিয়ে নিজ কক্ষপথ ধরে সোজা সম্মুখ পানে,
আগে থেকেই স্থির করা অলঙ্ঘনীয় রীতির কঠিন অনুসরণে!
রবির আলো দেয় ফিরিয়ে স্নিগ্ধতায় এই পৃথিবীর বুকে,
বিমুগ্ধ রশ্মিতে ভুলায় মন-ব্যথা, উপশম করে বিরহের বেদনাটাকে!< তার টানে জোয়ারে পানি উঠে ফুঁসে, প্লাবিত করে নদীতীর! সে নিজে কভু যায়না ছিটকে, রাখে সদা উন্নত তার শির! ঘটে না ব্যত্যয় নিয়মিত আবর্তনের, একলা তাই চলার পথে চাঁদের নেই কোন ভীড়!