ইলেকট্রন



ইলেকট্রন।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------
একই সাথে,
দুই জায়গায়!
দেখতে পেলে,
একটি হারায়!

কিভাবে চলো?
কিভাবে ঘুরো?
কণা ও তরঙ্গে,
একটু বলো!

তাকিয়ে সামনে,
এগিয়ে আরো,
বৃথা অমনোযোগীতা,
সব ঝারো!
ওমা! এ দেখি শুধু-
আস্ত একটাই!
তবে, বেখেয়ালে
কেন দেখি-
সত্য দুইটাই?!

Post a Comment

0 Comments