মহাপ্রলয়



মহাপ্রলয়।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------
রক্তিম বর্ণের চামড়ার ন্যায় ফেটে যাবে আকাশটা একদিন,
পর্বত আর পাহাড়গুলো ধুনো তুলোর মতো উড়বে দিগবিদিক সেদিন।
ক্ষীণ আওয়াজ দিয়ে হবে শুরু মহাপ্রলয়ের সুবিশাল আয়োজন,
সময়ের হাল ধরে তীব্র শব্দে চূর্ণ-বিচূর্ণ করবে ভূতল-গগন!
সমস্ত সাগর হবে যন্ত্রণাময় সুতীব্র অগ্নির আধার,
তামায় রূপান্তরিত ভূমি ধারণ করবে একদম সমতল আকার।
অঙ্কুরিত বীজের মতো পুনরায় জীবিত হবে সব মৃত সৃষ্টি,
বিরাট ময়দানে দাঁড়াবে সবাই হিসাব দিতে, সাথে ভয়ার্ত দৃষ্টি।
একদল সানন্দে পার করে যাবে সেদিনের সকল বাধা-বিপত্তি, হবে না অবরুদ্ধ,
পৃথিবীতে যারা আগেই নিজেকে করেছে শুদ্ধ,
হিসাব নিয়েছে পূর্বেই, বাদ না দিয়ে কোন এক রত্তি।

Post a Comment

0 Comments