গুপ্ত



গুপ্ত।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------
স্নিগ্ধ ফর্সা আলোর আভায় আচ্ছন্ন, বিকেল পরিশ্রান্ত!
চুম্বকীয় আবেশে টেনে রাখে অবচেতনে আবেগের প্রান্ত,
ঘন ঘন উপরে নভোযানের উদ্দেশ্যপূর্ণ উড়াল,
মেঘ ☁ আর ধোঁয়ারা মিশে পরস্পর একাকার, দেয় দেখা, হয়ে কাল।
পরিণামে জলকণা হারায় স্বাভাবিক গতি,
প্রকৃতিবিরুদ্ধ কোন কিছুই নয় সমর্থিত, দ্বারা সাধারণ নীতি!
ঝরে না প্রতীক্ষার বৃষ্টি, দুর্বলের হাহাকারে ঝাপসা দৃষ্টি,
পাওনা যার যেটা, দাও যদি তা, পবিত্র বাণী করে স্মরণ,
তবেই পাবে হয়তো আশার বারি বর্ষণ।
ক্রমশঃ দিন যায় এগিয়ে, মেলে মায়াডোর, পূর্ণতা পানে ধাপে ধাপে,
নিবিষ্ট রাত শেষে আসে আলোকিত ভোর, আশারা জোড়হাতে ভয়ে অল্প কাঁপে!

Post a Comment

0 Comments