পথের ধারে



পথের ধারে।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------
মাথা নেড়ে আলতো করে কী সায় দিলে?
মেঘলা ⛅ আকাশটা আজ হু হু ঠান্ডা বাতাস বিলালো,
পথিমধ্যে ঠায় দাঁড়িয়ে তুমি দিনের পর দিন, রবি ☀ আজ শেষবেলায় আড়ালে হারালো!
প্রশ্ন করলে দাও না উত্তর, অপেক্ষায় শুধু নীরবতাই মিলে!
মনে মনে বলো কী, স্রষ্টার স্মরণের পাশাপাশি আমাদের কথার জবাব দাও কি?
গায়ে হাওয়া লাগলে পরে পাতা, শাখা আর ফুলটি দোলে তোমার! অপূর্ব দৃশ্য দাও উপহার, ছাড়া কোন ফি!
শন শন আওয়াজে সম্মিলিত তানে প্রাণজুড়ানো ধ্বনি,
তুমি কারও পরিচর্যায় বেড়ে ওঠোনি,
স্রষ্টা নিজেই দেখভাল করছেন তোমার,
আগাছা হিসেবে তুমি বেশ সুপরিচিত, নিত্য কাজে অসাড়!
শেষ পর্যন্ত কী জানি হয় তোমার, হয়তো কেউ কেটেই সাফ করে ফেলবে, অথবা, জীবন শেষে শুকিয়ে নিঃসাড় জড় হয়ে রবে।

Photo Credit: https://www.shutterstock.com/image-photo/spring-roadside-flowers-philadelphia-fleabane-asteraceae-1961504503

Post a Comment

0 Comments