ফেনা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------
বৃত্তাকৃতিতে ঘেরা দেয়াল, অস্থিতিশীল, বড় নড়বড়ে-
ছন্নছাড়া,
অনেকগুলি অদৃশ্য প্রবেশদ্বার, আলোকে রঙিন,
চিত্তাকর্ষক-নজরকাড়া!
ঢেউয়ের সূচালো আঘাতে নীলচে সলিল মাঝে ফেনার
বিস্তর পরাভব,
স্বচ্ছ আবরণে আবৃত, সঞ্চয় করে যেন আগাম বিভব!
তার অন্দরে নেই ঝড়ো বাতাসের আগ্রাসী তান্ডব!
জোড়া ফেনার মাঝের দেয়াল, কতইনা ভঙ্গুর!
আরো একটি এসে যোগ দিলে হয়তো যায় মিলিয়ে
পুরোটাই, বেদনাবিধুর!
শান্ত বায়ুটুকু যায় উড়ে পুনরায় অজানা লক্ষ্যপানে সেই
সুদূর!
স্মৃতিতে থেকে যায় অস্থায়ী চকচকে দেয়ালের পৃষ্ঠেতে
কারুকার্যময় প্রতিফলন,
আর, ক্ষুদ্র প্রদর্শনীতে সায়রের তড়িৎ ছন্দময় জীবনের
সুবিশাল আয়োজন!
0 Comments