কৃষ্ণবিবর



কৃষ্ণবিবর।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------
জ্বালানী ফুরিয়ে দানব কোন তারার,
নিজের মাঝেই যায় চুপসে, হারিয়ে হাইড্রোজেন জ্বালাবার!
একসময় ছুঁড়ে দিয়ে নিজ বহিঃস্থ আস্তরণ,
অত্যন্ত উজ্জ্বল হয়ে হয় বিস্ফোরিত, রূপান্তরিত শক্তির তীব্র ক্ষরণ।
পাঁচ সৌরভরের হলে অধিক নক্ষত্রটির ভর,
ক্রমে ক্রমে অনির্দিষ্ট হালে হয় সংকুচিত, জন্ম নেয় কৃষ্ণবিবর।
প্রায় অসীম ঘনত্বের বিশাল ভরের হয় অধিকারী,
দৃশ্যমানতা যায় হারিয়ে, পরোক্ষভাবে জানতে হয় অস্তিত্ব তারি।
স্থান- কাল সংকুচিত হয়ে রয় গহবর অবস্থানে,
সর্বোচ্চ গতির আলোও যায় আটকে এর মহাকর্ষের টানে।
কিছুই পারে না বের হতে মাঝ থেকে এর প্রবল আকর্ষণের ফলে,
গ্রাস করে নেয় নিজ সীমার ভেতর যেকোনো কিছু এলে,
ঘটনা দিগন্তের ভেতরে ঘটে কী, ব্যাপারটা পুরোই অজানা, বড়ই গোলমেলে!



Post a Comment

0 Comments