প্রস্তুতি



প্রস্তুতি।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------
ধূসর পাথরের ফাঁক দিয়ে বয়ে যায় স্বচ্ছ পানির ধারা,
শুরুতে তেমন স্রোত থাকে না, ধীরে ধীরে গতি পায় নীড় থেকে ছাড়া!
আঁকা-বাঁকা পথে নেমে চলে নিচে, সাথে নিয়ে অভিকর্ষজ ত্বরণ!
এক পর্যায়ে প্রবল শক্তি করে জড়ো, চূড়ান্ত লক্ষ্যে দেয় সোৎসাহী ঝাঁপ,
প্রপাতের পাড়ে এসে বাঁধ বিহীন আবহে মোটেই অপেক্ষা করে না, ছুঁড়ে দেয় নিজেকে, তাতেও তার হয় না মরণ!
বাতাস আর পানি মিশে হয় একাকার, পানির উপর পানি হানে তীব্র আঘাত, মনে যেন তার ভীষণ প্রতাপ!
থই থই চঞ্চল ঝর্ণাধারা সম্মুখে ধায়, নিয়ে নতুন বাঁক,
গর্জে উঠে নব উদ্দীপনায়, দেয় অশ্রুতপূর্ব হাঁক!
চলার পথে কত শত অভিজ্ঞতা করে জমা, বিচিত্রতার থলিতে,
তরঙ্গময় সে প্রস্রবণ নদ-নদী নাম লভে, পতিত হলে সমতল ভূমিতে!

Post a Comment

0 Comments