আকর্ষণ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------
একই রকম এলে পাশে যায় সরে দূরে,
বিপরীত মেরু পেলে সজোরে টেনে ধরে!
দ্বিপোলেরা হলে বিন্যস্ত একই অভিমুখে,
চুম্বক হয়ে আটকায় লৌহ তার নিজ কাঁখে!
কুন্ডলীত তার ঘোরালে চুম্বক ক্ষেত্রে,
তৈরি হয় বিদ্যুৎ, দেখো- অবাক নেত্রে!
ঝোলালে বাতাসে মুক্ত করে সাম্যাবস্থায়,
উত্তর- দক্ষিণ বরাবর স্থির নিশানা পায়!
আশ্চর্য ধরণী নিজেই একটা চুম্বক বিশাল!
উলটো তার মেরুদিক, থাকে যেদিকে নমুনার হাল!
Image Courtesy: https://commons.m.wikimedia.org/wiki/File:Bar_magnet.jpg#mw-jump-to-license
0 Comments