আগমন



আগমন।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------------
ঐ মায়াবী মুখপানে তাকিয়ে অবাক নয়নে শিশুরা,
গাইলো অপূর্ব সুরে, ঝংকৃত হলো তরঙ্গ, নির্মল মাতোয়ারা।
একদৃষ্টিতে রইলো চেয়ে অনন্য সুন্দর বদন দেখে অপলক,
কী স্নিগ্ধ কোমল আলো ঝরে, ছড়ায় নূরের-ই ঝলক!
আভা রেখে যায়, সুরভী ছড়ায় পবিত্র আবহে, আনমনে ভাবি,
কেমন জানি লেগেছিল তখন আপনায় দেখে হে প্রিয় নাবী!
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
মক্কাতে কত না কষ্ট সয়ে এলেন তিনি মাদীনায় করে হিজরত,
সারা জাহানের অফুরন্ত রহমত তিনি, শান্তির আধার অবিরত!
সত্য দ্বীনের প্রচার কার্যে ব্রতী হয়ে সারাজীবন,
কাটালেন উম্মতের লাগি উৎসর্গ করে প্রতিদিন প্রতি ক্ষণ।
যিনির তরে সৃজিত হলো এ বিশ্বভূমি চরাচর,
উনার কদমে সালাম পাঠায় হাজারো অজস্র স্বর!
জীবনে একবার হলেও যেন দেখি নাবী
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার ঐ নূরানী মুখ,
দেখিব অন্তর ভরে, জুড়াবে প্রাণ, পাবে অনাবিল শান্তি-সুখ।

Image Courtesy: https://pixabay.com/illustrations/background-flower-vintage-floral-5535928/

Post a Comment

0 Comments