প্রশমন



প্রশমন।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
সুপ্ত ব্যথা,
হৃদয় জুড়ে।
তপ্ত অশ্রু,
নয়ন ভরে।
ফোঁটা ফোঁটা,
বৃষ্টি ঝরে,
বিরহ মেটায়,
দারুণ সুরে!
কল্পনা সব,
ডানা মেলে,
আঁধার রাতে,
দুয়ার খুলে,
কয়টি জোনাক,
কেমন জ্বলে!
মনের কথা,
যায় কি বলে?!
ওই আকাশের,
চাঁদ হারালে-
আড়ালে মেঘের,
ছায়া তলে!
একটু ভিজে,
বাদল জলে।
প্রাণটা জুড়ায়,
শীতল করে!
কী আদরে!
বুলায় পাখা!
স্নেহের পরশ,
আলতো মাখা!
পায় ফেরত,
রত্ন দামী!
ভুলে ছিলো,
দিবস যামী!
মেলে স্বস্তি,
গভীর নিঃশ্বাস!
শান্তি অতি,
দৃঢ় বিশ্বাস।








1. Image Courtesy: https://pixabay.com/photos/water-water-drops-overlay-texture-375087/
2. Image Courtesy: https://pixabay.com/photos/abstract-purple-background-texture-3147697/

Post a Comment

0 Comments