হাতছানি



হাতছানি!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------------------
দুপুরের রোদে-
আলতো বাতাসে ঝকঝকে মেঘ সমাহার,
যেন ক্ষুদে একরাশ তুলোর পাহাড়!
শুভ্র দ্যুতি ছড়িয়ে আকাশে,
বিমূর্ত আবেগ কাল্পনিক ক্যানভাসে!
মাখন কোমল অনুভূতি আনে মনে,
দূরে মাটি ঘেঁষে দাঁড়িয়ে নম্রতা জ্ঞাপনে প্রতি ক্ষণে!
সাদা আনকোরা নরম পালক স্তুপের মতো সূর্যের আলোয় ঝলমল!
এতই টলমলে-ভঙ্গুর তা, যদি স্থির নয়নে করো খেয়াল,
দেখবে, আকৃতি যায় বদলে পরিচিত কিছুর সাদৃশ্যে ক্ষণেক পর!
আরোহণে মন চায় ওখানটার চূড়ায়! কল্পনা বিলাস ঘোর!
দিগন্তে গোড়া তার মিশে রয়-
চোখের দেখায়- বাস্তবে নয়!
তুমি যতই দৌঁড়াও তার পানে, কোনদিনই নাগাল পাবে না!
সে যে ভাসে আকাশে, নেই কোন সংকট-দোটানা!
এপার হতে ওপারে চলে, হেলে দুলে অবাক ধীর বেগে একটানা!
Image Courtesy: https://pixabay.com/photos/clouds-nature-sky-cumulus-mood-4215608/

Post a Comment

0 Comments