পরিবর্তন



পরিবর্তন।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------
থেমে যাওয়া হঠাৎ করেই কী মনে করে!
সোজা হওয়ার চেষ্টায়, একটু পাশে গিয়ে ঘুরে!
ঠিক রেখে লক্ষ্যটা মূল বিন্দুতে একদম বাস্তবতায়,
দেয় মনোযোগ গভীরভাবে, কে যেন ছিনিয়ে নিতে চায় মনটা,
পাশাপাশি থাকা দুটি অস্তিত্ব, একটি যেন- উড়ে যায় দ্রুতগতিতে ছায়াটা!
দৃশ্যগুলোকে ফ্রেমে আটকে একটার পর একটা!
চলে বিশ্লেষণ ধীরে ধীরে, পরম স্থির তনু-মন দিশে!
কী একটা সূক্ষ্ম কণা সমৃদ্ধ কায়া এলো ভেসে,
মিশে গেলো একাত্ম হয়ে, হার মানায় বিশ্বসেরা ফাঁদও!
শেষে দিলো এমন কিছু করিয়ে, যা ভাবা হয় নি কখনো আদৌ!
এমনটা কেন হলো,
সুযোগটা সে নিলো!
তাই, না হয়ে আত্মভুলো!
পবিত্র বাণী পড়ে ফেলো!
Image Courtesy: https://pixabay.com/photos/cyclone-storm-hurricane-clouds-2102397/

Post a Comment

0 Comments