বৃষ্টি-২



বৃষ্টি-২।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
এত করে চাই তোমায়, কেন তুমি বর্ষো না?
ধূলোয় একাকার, রুক্ষ যমীনের ক্রন্দন কি শোনো না?
কালো মেঘেরা সব কই হারালো, দুঃখের আগুন মনে
বাড়ালো,
কবে হবে বর্ষণ, কেউ কি জানে না?
তুমিহীনা অতিক্রান্ত শব্দসীমা, শিরিষ কাগজের ঘষার
মতো,
কাকের পদাঘাতে শুকনো চালে আওয়াজ-টা কর্কশ কত?!
তুমি আসোনা বলে, রোদের খর তাপে আর্দ্রতা নেই
বাতাসে,
মাঠ-ঘাট শুকিয়ে চৌচির, লালচে বর্ণ বেঁধেছে বাসা প্রিয় সেই
সবুজ ঘাসে!
এখন, সুযোগ পেয়ে বদ অশরীরীরা রাজত্ব বাড়ায়, তা হতে
পানাহ্ চাই প্রভু সকাশে।
নেমে এসো নীলাকাশ হতে, রহমত হয়ে ঝাঁকে ঝাঁকে,
প্রতি ফোঁটায় নিযুক্ত সেই দূত কোথায় তুমি, বলোনা আমাকে?
বৃষ্টি-২।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
এত করে চাই তোমায়, কেন তুমি বর্ষো না?
ধূলোয় একাকার, রুক্ষ যমীনের ক্রন্দন কি শোনো না?
কালো মেঘেরা সব কই হারালো, দুঃখের আগুন মনে
বাড়ালো,
কবে হবে বর্ষণ, কেউ কি জানে না?
তুমিহীনা অতিক্রান্ত শব্দসীমা, শিরিষ কাগজের ঘষার
মতো,
কাকের পদাঘাতে শুকনো চালে আওয়াজ-টা কর্কশ কত?!
তুমি আসোনা বলে, রোদের খর তাপে আর্দ্রতা নেই
বাতাসে,
মাঠ-ঘাট শুকিয়ে চৌচির, লালচে বর্ণ বেঁধেছে বাসা প্রিয় সেই
সবুজ ঘাসে!
এখন, সুযোগ পেয়ে বদ অশরীরীরা রাজত্ব বাড়ায়, তা হতে
পানাহ্ চাই প্রভু সকাশে।
নেমে এসো নীলাকাশ হতে, রহমত হয়ে ঝাঁকে ঝাঁকে,
প্রতি ফোঁটায় নিযুক্ত সেই দূত কোথায় তুমি, বলোনা আমাকে?
Image Courtesy: https://pixabay.com/photos/weather-glass-rain-cloud-2400074/

Post a Comment

0 Comments