উভয় সংকট।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------
দুদিকের নীরব টানাটানি,
একী আজব হানাহানি!
পাশে গুপ্ত বাহিনী!
বলে যায় কথা!
না দিয়ে দেখা!
দিগন্তে আবছা রেখা!
হারালে রবি আড়ালে,
বেরোয় ওরা সদলবলে!
ঝাঁপি-দুয়ার সব,
করো রুদ্ধ, হবে অনুভব-
যবে আঁধারটা বাঁধে জমাট,
গভীর রাতে নিকষ বিরাট।
পুরোই দুর্বল, ওদের কারবার,
ভয় নেই কিছু হারাবার!
পিঁপড়েতূল্য ক্ষুদ্র, হবে পলকে,
বহুদূরে যাবে চলে, ছেড়ে তোমাকে,
পড়ে নাও যদি স্রষ্টার বাণী, এক ঝলকে!

Image Courtesy: https://pixabay.com/photos/doors-choices-choose-decision-1690423/