ধূলো



ধূলো।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------------
উড়ে যায় দূরে, ঘুরে ফিরে চারিধারে!
এতটুকু তুমি কণা, যাও কোথা বারেবারে!
কাছে এসে আহারে! নিশ্চুপ হাহাকারে!
দিক ভুলে পাল তুলে অচেনা আঁধারে,
উপকূলে কায়া দোলে, ফের ছুটো পারাপারে!
বায় লাগে গায়, মায়াময় গতি পায় সরোবরে!
বাঁধা পেয়ে কোন দিকে, মন্থর ফিকে আকারে!
জ্বলজ্বলে তুমি রবিকরে, চোখদুটি বিস্ময় গড়ে!
ভেসে আলতো হাওয়ায়, আটকে পড়ো অঝোরে!
দল-বল নিয়ে প্রলেপ ফেলে, মেটে স্তর মেলে খানিকটা উর্বরে!
এতো ধূলো সমীরণে, শেষ করা যায় না গুণে!
বুনে কি সে রঙিন স্বপ্ন দিতে পাড়ি গন্তব্যে আনমনে!
নাকি মিশেই যায় আবছে পরিশেষে কোন এক কোণে!

Image Courtesy: https://pixabay.com/photos/dust-sand-racing-sports-speed-5208348/

Post a Comment

0 Comments