ঢেউ



ঢেউ।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------
সবুজাভ নীলচে জল গড়িয়ে চলে অনুকূল দিক পানে,
প্রবাহিত হাওয়া যোগান দেয় শক্তির ক্রমাগত গমনে।
ঠেলে নিয়ে যাওয়া অদম্য বেগে স্রোত গতিশীল,
কিছুতেই বাঁধ মানে না, যেন ছুটে চলা গাংচিল!
গহীন সায়রে সূর্যালোকের ☀ কাঙ্খিত আপতন,
উষ্ণ জলে ফুলে-ফেঁপে ঢেউ হয় বিপুলায়তন!
তার এক চূড়া হতে অন্য চূড়ার মধ্যকার দূরত্ব দেয় দেখিয়ে,
মাঝের খাদে আঁধার জমবে কতটা স্তিমিত ভাব নিয়ে!
বিপুল শক্তি সঞ্চয় করে এসে পড়ে ধীরে,
ভেঙ্গে যায় বালু তীরে সারি বেঁধে শেষ নীড়ে!
তরঙ্গিত ঢেউ! তুমি এমন ফণা তোলা কোথা থেকে শিখলে?!
আছড়ে পড়ো কেমন করে জলে, তীর যায় উথলে!
ঝড়ো বায়ে-
একটানা শোঁ শোঁ আওয়াজে দূরের অগণন আহূত ডাক শুনি,
মন চায় দাঁড়িয়ে কিছুক্ষণ, ঢেউ এলো কতগুলো, তা আনমনে গুনি!

Image Courtesy: https://pixabay.com/photos/ocean-sea-waves-dawn-dusk-1867285/

Post a Comment

0 Comments