প্রতারণা



প্রতারণা।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
তেষ্টা বুকে,
দারুণ শোকে,
ফুঁপিয়ে কাঁদে।
গোপন ফাঁদে-
ফেঁসে গিয়ে।
সরল পেয়ে,
কেউ ঠকালো।
আঁধার কালো,
কোন রাতে,
দুই হাতে,
হাতড়ে বেড়ালো!
সহজ উপায়,
না যে মিলে,
দুষ্টুরা হায়,
সুযোগ গিলে!
এমনি করে,
বদলা পাবে,
যেদিন ঘরে,
মওত যাবে!
তাই এখন তুমি,
চিন্তা করো,
ভীষণ বড়ো!
সাহস কারো!
একটু ছাড়ো,
ফুরসত যদি,
নেয় দখলে,
মুক্ত গদি!
যদিও জানে সকলে,
রয় উপরে অন্তর্যামী।

Image Courtesy: https://pixabay.com/illustrations/audit-tax-inspection-auditor-3929140/

Post a Comment

0 Comments