সংকোচন



সংকোচন।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------------
প্রবল গতিতে ছোটা!
মন্থর করে সময়টা,
পালটে অতি ক্ষুদ্ররূপে দেহটা!
হঠাৎ হলো গায়েব যানটা!
কারোর কায়ায় গিয়ে সবটা!
চষে বেড়ালো হয়ে হন্যে!
এত খুঁজে কাকে, কীজন্যে?!
আচমকা সে হলো বড়,
ছুঁলো আকাশ নীলচে গাঢ়!
বোঁ-বোঁ শব্দে পাক খেয়ে একটু,
পরিধি এলাকার এখানে যতটুকু!
এসেছিলো যেখান থেকে,
সেখানেই গেলো চলে, ডেকে-
তাকে কী লাভ বলো?
এত উপরে যে তোলো!
পরিণামে বিধান হারালো!
পানি, মাটি ছাড়া,
সঠিক দিক হারা!
কাটায় প্রহর পর্যবেক্ষণে,
বর্ষিত হয় প্রভাবিত ক্ষেত্র নিচে প্রতি জনে!
এরপরও কি সে শোনে?!
অযাচিত বাদ্য!
আস্ত বোকার হদ্দ!
তুমি কবে হবে ঠিক?
হেসো না ফিকফিক!
তব তরে এই কাল্পনিক কাব্য!
আরো লেখা যায় কিনা, তা পরে ভাববো!

Image Courtesy: https://pixabay.com/photos/plane-flight-sunset-sun-sunlight-513641/

Post a Comment

0 Comments