আঘাত



আঘাত।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------
কেউ খাওয়ার তরে একটি গ্রাস তুলেছে মাত্র, সবে দেবে মুখে,
আবার, দেখাচ্ছে রঙ-বেরঙের কাপড়, কোথাও এক দোকানি মহাসুখে,
কোন একজন মেরামত করছে পানির আধার, সাথে উপকরণ রকমারী,
নানা কাজে মগ্ন সকলে জীবন দিচ্ছে ব্যস্ততায় পাড়ি।
ঠিক এমন সময়, খোদায়ী আদেশ হলো জারি,
ছড়িয়ে গেলো তরঙ্গ, প্রারম্ভটা সূক্ষ্ম-দীর্ঘ অতি ভারী।
চমকিত সবার কানে কানে পৌঁছে যাচ্ছে চূড়ান্ত বার্তা,
নিজ স্থানে অবিচল থেকেই, বাহকরূপে কর্তা,
সন্নিবিষ্ট একের সাথে আরেক স্তর দিলো তুলে,
অশ্রুতপূর্ব এ ডাক, ঘুম ভেঙে দিলো কি সবকিছুর মূলে?
আঘাত হানছে কী প্রলয়ংকরী প্রতাপে, জগৎসংসার টলে!
এ নিয়ে প্রদত্ত পূর্ববাণী গিয়েছো কি উদাসীনতায় ভুলে?
Image Courtesy: https://pixabay.com/photos/space-deep-space-galaxy-nebula-2638126/

Post a Comment

0 Comments