শ্রাবণ ঢল।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------
আজ এই শ্রাবণ ঢলে,
উচাটন মন টলে।
খুব মনে পড়ে,
তোমার কথা!
এদিক-সেদিক ঘুরে,
বারে বারে আসি ফিরে,
হয়ে উন্মুখ তব দ্বারে!
হঠাৎ টনক নড়ে!
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,
অবিরাম ঝরে!
উৎসুক সৃষ্টি,
সমাহিত-শান্ত যেথা!
অবিশ্রান্ত রিমঝিম শব্দ,
হলো দুঃস্বপ্নেরা নিমিষেই জব্দ!
কোমল স্পর্শ শীতল হাওয়ার,
লিখলাম আগাম বার্তা, যা ছিল দেওয়ার-
না পেয়েই তোমায়, ছিন্ন কথার সমাহার!


Image Courtesy: https://pixabay.com/photos/splashing-splash-aqua-water-rain-275950/