কথা



কথা।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------
সবাইকে নিয়ে কোথাও আড্ডায় মেতে চলে অনর্থক আলাপ,
এক জায়গায় অনড় বসে ধ্যানমগ্ন হালে জবাবের প্রলাপ!
দূরবর্তী স্থান থেকে ভেসে আসা মৃদু ধ্বনি,
বুঝার তারতম্যে অর্থ যায় বদলে মিলে গ্লানি!
কুরিপুর অনলে দগ্ধ অস্তিত্বের অগ্নিমাখা আক্রোশ,
খুঁজে খুঁজে বের করা ব্যক্তির গোপন ত্রুটি- দোষ।
নিযুক্ত অশরীরী কেউ চুপটি করে দেয় পৌঁছিয়ে তথ্য মনের,
চরম কৌশলে তিলকে তাল বানিয়ে সংবাদ পরিবেশনের,
সাথে আরেকটু মিলিয়ে শাণিত হয় ধারণার রূপ,
সত্যের সাথে মিথ্যা মিশিয়ে বিবেক হারায় মাঝে অন্ধ কূপ!
এত বিশৃঙ্খলার মাঝে হয় আরো যোগ, অসচেতনতার প্রকোপ!
হিদায়াত দাও প্রভু আমাদেরে সরল- সঠিক পথের,
নিজ রহমে দাও বাঁচিয়ে, ছোবল হতে পাপের।
আর কবে হবে সময় ফিরবার,
একের পর এক,
হায়াত নদীতে হরেক নৌকো হয় পারাপার!
কখন জানি কার এসে যায় তলব ওপারে যাবার।
Image Courtesy: https://pixabay.com/photos/mic-microphone-sound-check-sing-1132528/?download

Post a Comment

0 Comments