তারা



তারা।

   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------
নীলচে তারা, ★
হৃদয় কাড়া!
যায় কেঁপে যায়,
সময় হারা!
লালচে আগুন,💥
জ্বলে যাতে,
বেশি বয়স,
আয়ু তাতে!
নীল মিয়ার,★
বয়স কম!
এবার শোনো,
ফেলে দম!
যায় ছুটে যায়,
তারার মতো,
মেঘের ভেলায়, ☁
অবিরত!
মিশে বাতাসে,
টুকরো খন্ড!
আজব কতো!
সেই উল্কা পিন্ড!
দম না ফেলে,
এক দন্ড!
উড়িয়ে দিয়ে,
আস্ত ভান্ড!
হারিয়ে গেলে,
কোথায় তুমি?!
নিচে শূন্য,
ধূসর ভূমি!
না বলে কেন,
মিশে গেলে?!
খুশি হতাম কত,
তোমায় পেলে!

Image Courtesy: https://pixabay.com/photos/galaxy-space-universe-night-sky-11098/

Post a Comment

0 Comments