বিমান



বিমান।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------
কী আজব!
একটি যান!
হলো ছোট,
বিশাল বিমান!
এতো-
দ্রুত বেগে,
উর্ধ্বে ছুটো,
তবু,
স্থির কেমন,
তোমার ডানা দুটো!

হারিয়ে গেলো আওয়াজটুকু,
তাকিয়ে দেখো ছোট্ট খুকু!
সেই দক্ষ সাধের পাইলট,
কান্ড তার কত উদ্ভট!
কিভাবে সে চালাবে?
গগন বুকে হারাবে!
ঐ বিমানটা উড়াবে!
নামার সময় আলতো করে,
রানওয়েতে নেমে পড়ে,
পাশে গাছে পাতা নড়ে!
ঝড়ো বায়ে ধূলি উড়ে!
অনেকখানি দূরে সরে!
যায় পৌঁছে নিজ ঘরে!
মাটিতে লাগে দারুণ কাঁপন,
করে নিয়ে নিজের আপন!
একটু একটু হয়ে শ্লথ,
শেষ হয় তার গতিপথ!

Image Courtesy: https://pixabay.com/photos/utair-plane-large-in-the-air-1736229/

Post a Comment

0 Comments