পানি তুমি!



পানি!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------------
পানি তুমি পড়ো ঝরে কত চোখ থেকে,
পানি তুমি বয়ে চলো কাউকে না ডেকে!
পানি তুমি ছুটে যাও নদ-নদী হয়ে,
পানি তুমি ছুঁয়ে দাও আলতো নুয়ে!
পানি তুমি উড়ে যাও তাপে বাস্পাকারে,
পানি তুমি রও নিত্য প্রতি ঘরে ঘরে।
পানি তুমি কঠিন, তরল, বায়বীয় হও!
পানি তুমি নিপুণ হাতে পলিমাটি বও!
পানি তুমি শব্দে মুখর ছল-ছলাৎ করে,
পানি তুমি থইথই ঢেউয়ের তোরজোড়ে,
পানি তুমি তরলিত কত-শত রূপে,
পানি তুমি কাঙ্খিত গ্রীষ্ম-উত্তাপে।
পানি তুমি শিশিরকণা, বৃষ্টি-বর্ষণ,
পানি তুমি আর্দ্রতা, ভালো করো মন!
পানি তুমি উৎস 'তাসলিম', সৎগুণের,
পানি তুমি দূরকারী দূষ্টু শয়তানের।
পানি তুমি বর্ণহীন, একদম স্বচ্ছ সরল,
পানি তুমি নির্মল, উচ্ছ্বাস কলকল!
পানি তুমি মিটাও তৃষ্ণা পিপাসা পেলে,
তব তরে ভোরে অনেকের চোখটি খোলে!
পানি তুমি কুয়াশা, মেঘের পাহাড়ে বাঁধো বাসা,
পানি তুমি উৎসাহী মনে- আনো রঙীন শত আশা!
পানি তুমি ঝিরিঝিরি ধারাপাত, ফোঁটা ফোঁটা বৃষ্টি,
তোমার পরশে চঞ্চল হয় মন, ভিজে সোৎসাহী সৃষ্টি!
পানি তুমি সঞ্চার করো প্রাণ মাটি, গাছপালায়,
সজীব হয় নব তারুণ্যে, জীর্ণতা দূরে হারায়।
পানি তুমি এত দরকারী মোদের জীবনে,
পানি তুমি থেকো ভালো প্রতি দিন, প্রতি ক্ষণে!
Image Courtesy: https://pixabay.com/photos/drop-of-water-drop-impact-ripples-578897/

Post a Comment

0 Comments