উদাস।
  - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------------------
দেখো, ঐ নৌকো যায় এগিয়ে দুলে দুলে ধোঁয়াশা পেরিয়ে,
সে এতটুকু কাঁপে নাকো আজ ভয়ভাবে কাঁধ না হেলিয়ে।
উথাল-পাথাল ঢেউয়ে তোড়জোড় করা পরিবেশ,
আঁধারে ঘেরা পাথারে যেন অসুরেরো হাপিত্যেশ।
মায়াময় আলো ভরা সায়রটা বিশাল,
কালো স্রোত কাটে খেয়া ধরে তার হাল।
দিগন্ত মিশে গেছে ধোঁয়াটে কালো কুয়াশায়,
ঝাপসা কেমন একলা নাবিক সমুখেতে চায়।
অকূল সাগরে ভেসে ভেসে যায় সে কোথা,
উদাস মনে ভাবে, পৌঁছবে কবে তরী কূলে, এই কথা।


Image by Joe from Pixabay