নীরবে



নীরবে।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------
নীরবে কেঁদে যায় মন,
চাপা স্বরে, বুঝা নাহি যায়।
চারিধারে ক্রমাগত জ্বালাতন,
প্রাণে আর কত সহে, হায়!

ভীষণ কষ্টে মন ভেঙে যায়,
দিগবিদিক সেই সূদূরে হারায়।
বারেবারে এক কথা, কেন কয়?
আমার হৃদয় গহীন হতে কে বের হয়?

একটু দূরে পাশে গিয়ে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে আবারো কেঁদে যায়,
আমার মনে ভীষণ আঘাত লাগে, এমন কেন হলো, জীবনটায়?

প্রভু, তুমি কই? শান্ত করো না কেন মোদের হৃদয়খানি,
চাপা অশ্রু মেখে নয়নে, আর দুঃখের ভারি বোঝা লয়ে বুকে এখন,
চলছি নব প্রেরণা আনি।


Image by Ina Hoekstra from Pixabay

Post a Comment

0 Comments