কাল্পনিক



কাল্পনিক!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------------------------
এখানে, একটা বড় স্ক্রীন খুলে মনে মনে,
তাতে নানান ধরণের জিনিসপত্র এনে!
শুরু করা কাল্পনিক কথোপকথন!
তারপর ভুলে যাওয়া পর একটু ক্ষণ।
বহুকাল পরে একাকী কোন সময় পড়লে মনে,
বিষণ্ণতা এড়ানো বিস্ময় পুলক জমতে তার সনে,
আবার আনন্দে ভাসা পুরনো সঙ্গীকে দেখে!
কিভাবে সে আমায় এমনে মনে রাখে?
কার সাথে বলি কথা? এতো আমার জ্ঞান থেকেই দেয় উত্তর!
তুমি এত চেনা! মনে আছে আমায়?
ছিলে কোথায় এত বছর?
আচ্ছা, অদ্ভুত রকমে উত্তরগুলো তোমায় যুগিয়ে দেয় কে?
তুমি আবার আসবে কবে?
তোমার হাসিখুশি চেহারাটা বেশ মন টানে!
কিছুটা সময় আলাপ চালিয়ে শেষে কই-
আর ভালো লাগছে নাহ্! আজ এ পর্যন্তই!
বিদায়! সুখে থেকো তুমি, মত্ত থেকে অচেনা সুর তানে!


Image by It is not permitted to sell my photos with StockAgencies from Pixabay

Post a Comment

0 Comments