ইঙ্গিত



ইঙ্গিত।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------
পরিশোধিত বারির মতো, ধীরে ধীরে হয় সঞ্চিত,
মেঘলা ⛅ আকাশ হতে অঝোরে ঝরতে চায় অকিঞ্চিত!
জোর করে দেই আটকিয়ে অশ্রুধারা, লাগাম টেনে ধরি,
অন্য একটা আলোর পর্দা দিয়ে মুছে ফেলি প্রেক্ষাপট, মহাকালের ঘড়ি,
দেয় সংকেত অনবরত, আসছে সময় ঘনিয়ে,
কত যে টানাপোড়েন, দ্বিধা-দ্বন্দ্ব চলে এ নিয়ে!
শান্ত হলে পরে মন আকাশ, ভাবি, কী একটা অনর্থক ব্যাপার এটা!
যার যথা স্থান, সেথায় দাও রেখে, করো না অনর্থ, দেখে আবেগের ঘনঘটা!
রয়েছে অল্প কিছু দিন বাকী সামনে,
ধৈর্য ধরো এই ক্ষণে!
স্রষ্টা ইঙ্গিত দেন মনে গোপনে,
যা ভালো, তাই যেন করি সদা, অস্থায়ী এ ভুবনে!

Post a Comment

0 Comments