বৃষ্টি



বৃষ্টি।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------
শীতল হাওয়া বয়, আকাশে কালো মেঘের ক্রুদ্ধ গর্জন,
ধুলো আর বাস্পের ঘর্ষণে বিদ্যুৎ চমকের নিম্নে পতন!
শাখাময় আলোর বিস্তার, পলকে ছবি তোলার মতো,
রাঙিয়ে দিয়ে চারিপাশ, থেমে থাকে যেন ঐ মুহুর্ত!
উদ্ভাসিত মেঘ-স্ফুলিঙ্গ চিহ্ন, স্মৃতিপটে গেঁথে যায় আনন্দে,
অজানা পুলকে মন হয় শিহরিত, আশা- দীর্ঘ হতো যদি এই ঝড়ো সন্ধ্যে!
ঘোরতর কৃষ্ণ গগন, জানান দেয় বর্ষণ পূর্ব স্তব্ধতার ক্ষণ,
অপেক্ষায় নেয় বিপুল প্রস্তুতি, যেন গভীর প্রশ্বাস গ্রহণ!
প্রতিধ্বনিত হয় মেঘের গুরুগম্ভীর শব্দ, পর আরও কয়েকটি আলোকশিখার,
ফোঁটা ফোঁটা করে শুরু হয় লগ্ন, পরে ঝরে বৃষ্টি মুষলধার!

কভু যেয়োনা বাইরে তখন,
ক্যামেরার ফ্লাশের মতন!
তুলে নেয় যদি, তব ছবি!
রুদ্ধ হলে খোলা দুয়ার,
পাবে কি ফেরত আর,
এই অমূল্য জীবন?

Post a Comment

0 Comments