চিহ্ন।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------
গোছানো ইচ্ছেগুলোর তালিকা দীর্ঘতর করা যেতে
পারে,
নির্মল বাতাসে উদাসীনতা ভর করে যবে, গাছে
গাছে মৃদু পাতা নড়ে!
কোমল ফরাশ সম মাঠের দূর্বাতে খানিকক্ষণ বসে,
স্নিগ্ধতার আবেশে মগ্ন হয় মন, কাঠিন্য যায় খসে!
সাঁটা থাকা বদ্ধ দরজা হঠাৎ খুলে যদি,
জওহর-মাণিক্য পাবে অপ্রতুল দিন-রাত নিরবধি,
যেথায় সব থাকে একসাথে একই ধাঁচের বস্তুসকল,
খাপ খায়না অন্য রকম কিছু, হবেও না স্থায়ী
নড়বড়ে কল!
ক্ষুদ্র ব্যাপার অবহেলা না করে, নাও গুরুত্বের সাথে
টুকে,
অবয়ব দেখে যায় না চেনা প্রায়ই কোন ব্যক্তিকে।
0 Comments