অপেক্ষা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------
সুদূর উর্ট ক্লাউড থেকে এ ধরণী অবধি,
মোদের চিরচেনা কুমেরু থেকে সুমেরু নিরবধি,
ক্রমবর্ধমান বৃত্তের কেন্দ্র হতে সরে যাওয়া গতিশীল পরিধি!
রাতের আকাশে দেখা উজ্জ্বল চাঁদের খন্ড আধি!
সহস্র বছর পূর্বের বিলীন অপরিচিত মানব সমাধি,
ব্ল্যাক হোলকে রেখে মাঝের কেন্দ্রবিন্দুতে, গ্যালাক্সির ঘূর্ণায়মান আবর্তন,
আলোর চেয়েও বেশি দ্রুতিতে মহাবিশ্বগুলোর বিস্তৃতকরণ,
প্রত্যেক বস্তুর মূলে মৌলিক কণিকার মেঘাচ্ছন্ন ☁ ছোটাছুটি ও সন্তরণ,
টের না পাওয়া মিউয়ন কণার সুতীব্র আঘাত ও
গমন, সূর্য হতে পৃথিবী ভেদ করে অসীমে!
বিশ্বজগতসমূহের এই মহা আয়োজনের সবকিছুই
যেন অপেক্ষমান মহাপ্রলয় শেষে মহা উত্থানের, বিস্তীর্ণ আশা ও পরিণাম দেখায় অগ্রীমে!