শুভ্র তুষার



শুভ্র তুষার।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------
শুভ্র তুষারে নিখুঁত পদচিহ্ন এঁকে দিয়ে এগিয়ে
চলা অনিশ্চিত সামনে,
শীতল পরশ বুলায় অনবরত ঝড়ো হাওয়া দুর্গম
গমনে!
গুঁড়ি গুঁড়ি ধারাপাত ঝরে অবিশ্রান্ত, পুরু প্রলেপ
বিছায় নিকষ সাদা জমিনে!
উড়ন্ত বরফের কুচি রঙিন দ্যুতি করে হাসিমুখে
বিকিরিত,
গুপ্ত প্রাণের আভাস, সুপ্ত পানির আধারে, নিচে
নিভৃতে লুকায়িত।
শুষ্ক বায় উপরে প্রবল বেগে উড়ে, নিয়ে ধূলির
পাহাড়,
তীব্র-ধাঁধালো কিরণে চকমক করা আলোর
খেলা, সাতরঙা বাহার!
স্তুপীকৃত মর্মরঘেরা আবাসে খুঁজে অনুসন্ধানী,
নিশ্চিন্তমনে একটু স্বস্তির আশ্বাস!
মোটা পশমে ঘেরা পরিধেয়েও যেন শীত মানে
না, পেলে সামান্য ফোঁকরের অবকাশ,
ঘরে ঢুকে আগন্তুক তাকায় পাথরের ফাঁক দিয়ে
বাইরে- মুগ্ধচোখে, পানে ঐ সুনীল আকাশ!

Post a Comment

0 Comments