মেঘের দেশে।
     - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------
একটু দূরে,
আলো ঝরে,
প্রখর রোদে,☀
পানি উড়ে।
উবে যায়,
বাস্পাকারে,
দেখি না মোরা,
ঠিক আকারে!
স্ফীত করে,
সেই একটি গোলক, ⚪
গেলে ভেতরে,
আসা হবে কি কভু-
আর ফিরে?!
মেঘের দেশে,☁
যাবো ভেসে,
আলতো বায়ে,
হেসে হেসে!
শুভ্র কোমল,
পালক মেঘ, ☁
প্রাণ জুড়াবে,
সাঁঝের আবেগ!