স্থিরতার রূপ

স্থিরতার রূপ।
     - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------
মনে করো,
একদিন অকস্মাৎ স্তব্ধ হয়ে গেলো চারপাশের সবকিছু,
চিৎকার করে ডাকলেও আসবে না আর কেউ পিছু পিছু!
অবাক দৃশ্য! সবই যেন হয়ে আছে সুশান্ত, নীরবে পরম স্থির!
আকাশে সূর্য☀, মেঘ ☁, নিচে গাছপালা, পশুপাখি ও মানুষের ভীড়!
নেই কোন কোলাহল, অনর্থক আওয়াজের উপদ্রব, শোরগোল,
হঠাৎ করে কি থেমে গেলো পৃথিবীর ঘূর্ণন, মহাবিশ্বের সীমানা প্রসারণ অকূল!
যদি তুমি শুধু নিজে করতে পারো বিচরণ তখন,
কী আজব একাকীত্বে ভুগবে! থেকেও সব, নিস্ফল হবে অহেতুক ভ্রমণ!
কিছুটা সময় পর যদি আচমকা আবারো ধরণীর সবকিছু চলে,
বিশ্বাস করাতে পারবে কি এই ঘটনা সবাইকে বারবারও বলে?!



📷 Photo Credit: Wallpaper Vectors by Vecteezy

Post a Comment

0 Comments