প্রেক্ষাপট।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------
একসাথে নিয়ে চলা অতীব ক্ষমতাধর অদৃশ্য
বাহিনীর সঙ্গ,
দৃঢ় পদক্ষেপে তাকিয়ে সামনে তা স্মৃতিতে আনি,
বিনয় না করে ভঙ্গ।
ভাবনাতে পুরো পৃথিবী করি মূহুর্তে প্রদক্ষিণ,
চাইলে পলকেই যাই চলে অন্য গ্রহে, হই অন্তরীণ!
তথ্যের স্থানান্তর ঘটে এই যমীন থেকে সেই
সপ্তাকাশের সীমাহীন উপরে, অনন্ত,
মৃত্যুর পরও ভূমি হবে বিস্তৃত, দৃষ্টি দিগন্তের সীমানা
পর্যন্ত।
হিগস ফিল্ড থেকে শুরু করে ইউনিভার্সগুচ্ছের
পরতে পরতে বিচরণ কৌতূহলী লক্ষ্যের,
বর্তমানে থেকেও নজর দেই অতীত বা ভবিষ্যতের
সুনির্দিষ্ট ঘটনা পানে, বাঁক নিয়ে নব অক্ষের,
ক্লান্তি ভর করে যখন, নতুন প্রেক্ষাপট খুঁজে বের
করি পুলকিত উৎসাহে,
স্তরে স্তরে একের পর এক সাজিয়ে যাই মুগ্ধ
কথামালা কাঙ্খিত রাহে!
0 Comments