শূন্য।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------
অনুভূতিটা ঠিক কীরকম, বুঝানো দুঃসাধ্য,
ওজনহীনের মতো মনে হয়, ভর কিন্তু ঠিকই
থাকে!
সাঁতার কাটার ভঙ্গিতে দু'হাত বাড়িয়ে এগিয়ে
চলা, প্রাপ্তিতে লক্ষ্য আরাধ্য!
বিপরীত শক্তি কাজ করে একটুকু পেলে বাধা
কোন বাঁকে!
অদম্য বল দিয়ে দেয় যদি কোন বস্তু ঠেলে,
আটকাবে কে তাকে মহাশূন্যে, আদৌ তার
নাগাল না পেলে!
ছেড়ে দিলে হাত থেকে দ্রব্যাদি, রয় ভেসে শূন্যে,
সাম্যাবস্থা ধরে রাখা সুকঠিন, ছড়িয়ে পড়ে
একটা একটা করে হয়ে হন্যে!
নেই বায়ু, পানি, মাটি; অসীম স্থান সর্বদিকে
বিস্তৃত,
তারি মাঝে ধরাসহ অগণিত নক্ষত্র-গ্রহ বিরাজ
করে কত!
0 Comments