সান্ত্বনা



সান্ত্বনা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------
জমাট অনুভূতি,
বিরাট আকুতি,
খুলতে কপাট শকতি,
দাও প্রভু, করি এ মিনতি!
উদ্ভূত আলোতে আরো আলো মেশানো,
অন্তরটাতে প্রার্থিত সামর্থ্য যোগানো,
পরিণামে সাফল্যের আশায় ত্রস্ত পদে আগানো!

বিচ্ছিন্ন একাকী নির্বাক দ্বীপের মত,
ঢেউয়ের আঘাতে তীরটি ভাঙ্গা শত, জমা রাখা ভেতরে গুমরানো আবেগ যত,
আগ্নেয়গিরির উদগীরণে নিঃসৃত যন্ত্রণা কত?
গুরুগম্ভীর মহাকাল চেয়ে রয় অসীম সম্ভাবনা পানে,
তারি আশা মোর ব্যথাতুর মনে সান্ত্বনার বাণী আনে!

Post a Comment

0 Comments