পানিফুল



পানিফুল।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------
নীলচে ফোঁটা,❀
গায়ের মাঝে।
ফাঁপা বোঁটা,
মিলায় সাঁঝে!
করে খেয়াল,💡
উপারে দেয়াল,
মাঝ পুষ্করিণী।
ফোটে কচুরি,
ফুল সুরঞ্জিনী!
💎সাদা-তে নীল নকশা আঁকা,
ঝাপসা তার প্রান্তরেখা,
চুপসে যায় সন্ধ্যা হলে,
ফের সকালে বৃন্ত খুলে!

Post a Comment

2 Comments

  1. Replies
    1. ধন্যবাদ!.. জাযা-কাল্লাহু খায়ীর।

      Delete