পূর্বাভাস

পূর্বাভাস।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------
প্রখর রৌদ্রে খাঁ-খাঁ করা রুক্ষ-শুষ্ক চারিদিক,
সামান্য পানিও মিলবে না পানের মতো আশেপাশে দিগবিদিক।
শীর্ণ কায়ায় বিশ্বাসীরা জপবে খোদার পবিত্র নাম,
তাতেই মিটবে ক্ষুধা-তৃষ্ণা, পরিস্থিতিতে অন্নবিহীন ধরাধাম।
আসবে লোভনীয় খাদ্য-পানীয়ের তথা স্বর্গের আয়োজন নিয়ে দাজ্জাল,
প্রকৃত বিশ্বাসী দেখামাত্রই চিনে নিবে, বুঝে তার মিথ্যা ষড়যন্ত্রের চাল,
সেই মহা-মিথ্যুকের কথায় মোটেই দিতে নেই সাড়া,
দৃঢ় ঈমান নিয়ে বুকে, থাকবো মোরা অবিচল, হবো না দিকহারা। (ইনশাআল্লাহ্)
পাশে রবে তার প্রজ্জ্বলিত অগ্নি, ভয় দেখাবে জ্বালাবার,
চিন্তা না করে প্রবেশ করবে তাতে থাকবে সুমিষ্ট পানি করতে পানাহার।


Photo Credit: 📷 https://www.tehrantimes.com/news/461371/More-drought-predicted-for-Iran-over-next-5-years

Post a Comment

0 Comments