মেঘ, পানি ও অন্যান্য।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------------------------
অতি গাম্ভীর্যের সাথে মেঘের পাহাড় ☁ আকাশে দাঁড়ায়!
ছিটকে বেরোনো সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো উড়ে সুদূরে হারায়।
নানান আকৃতি ধরে চলে অবিরাম, ক্ষণে ক্ষণে রূপ বদলায়,
পর্যাপ্ত পানি হলে সঞ্চিত, রঙ পালটায়,
সূক্ষ্ম ধূলো আর বাস্পের ঘর্ষণে আধান জমায়।
বিদ্যুৎ চমকে ⚡ দেয় জানান কালো মেঘ আসন্ন বর্ষণ সংকেত,
না নেমে মুষলধারে প্রায়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরে,
আর্দ্রতা বাড়ে, অস্বস্তি অনভিপ্রেত!
বৃক্ষপত্রে পানির ফোঁটা জমে কিনারায়,
গড়িয়ে মাটিতে পড়ার পূর্ব অপেক্ষা প্রহর,
শ্লথ বেগে যবে বারি ধারা চলে ঢালুতে, সাথে নিয়ে পলির বহর!
কে এঁকে দেয় সুদৃশ্য নকশা কোমল পলিপৃষ্ঠে-
করেছো কি ঠাহর!
Image Credit: http://justfunfacts.com/interesting-facts-about-clouds/
0 Comments