ঝাপসা



ঝাপসা।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------------

স্মৃতিকাতর সেই বিকেলবেলায় আনমনা একাকী হাঁটা,
দিগন্তের কিনারে জমাট ধোঁয়াশা, দূরে রয় কিছু অট্টালিকা, আর ইটভাটা!
গাঢ় সবুজ গাছেরা স্তম্ভের মতো অনড় দাঁড়িয়ে,
একটু পর বায় পেলে গায়ে, যায় পাতা নাড়িয়ে!
হঠাৎ উপরে একটি পাখির ডানা ঝাপটিয়ে চলে যাওয়া,
প্রতিধ্বনিময় ম্রিয়মান শব্দগুচ্ছ, শিক্ষামূলক উপদেশ পাওয়া!
গোপন আবেগে আক্ষেপ ছোঁড়া, বৃথা অরণ্যে রোদন,
ভোঁতা অনুভূতিতে হারিয়ে যাওয়া মন,
সম্মুখে তাকাই উদাস নয়নে, আচমকা মনে পড়ে কিছু
সাজানো স্বপন,
নিচে সবুজ গালিচার মতো ঘাসে ছাওয়া ক্ষেত, সীমানায়
টুকরো খন্ড যেমন,
প্রবাহিত আনুভূমিক হাওয়া এতো উঁচুতে করে আরোহণ,
শেষবেলায় তড়িঘড়ি গন্তব্যে গমন!
ভাবি বারেবার,
হয়ে একাকার!
দৃষ্টি নির্বিকার,
থাক আজ কবিতাটা,
জায়গা যতখানি বাঁটা,
ততটুকুই এর আকার!

Image Courtesy: https://pixabay.com/photos/countryside-rural-nature-field-4621484/

Post a Comment

0 Comments