রঙিন ঝড়



রঙিন ঝড়।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------------
একই বরাবরে,
অথৈ সরোবরে!
রঙিন ঝলক!
চেয়ে অপলক,
বর্ণিল আলো ঝড়ে,
রেখাময় ঘরে!
উঠে যাই আবছে,
মনটা আনমনে ভাবছে!
এ উজ্জ্বল রশ্মি,
হেথায় কোত্থেকে পড়ে?!
সাগর ঢেউয়ের মতো,
উদ্ভূত তরঙ্গ শত!
ধরে রেখে কয়েকটা,
মিশিয়ে রঙ খানিকটা!
এতেই থাকো ব্যস্ত,
হয়োনা এতো ত্রস্ত!
অল্পতেই হও খুশী,
যেটুকু মিলেছে আলোকরাশি!
এই ক্ষণে আপাতত!

ব্যাপক পরিসরে,
অদৃশ্য করিডোরে!
আসে রঙিন ঝড়!
যেথায় স্নিগ্ধ সমাদরে,
ছড়ায় আলো দিবাকর!




1. Image Courtesy: https://pixabay.com/photos/calm-color-colorful-2. Image Courtesy: https://pixabay.com/photos/abstract-painting-feathers-6047465/

Post a Comment

0 Comments