বিচরণ



বিচরণ।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------
মিশে থাকা শীতল ভাব,
আকাশে কালো উড়ছে আব!
তিরতির কাঁপা শস্যক্ষেত,
একটি পুরনো সাঁকো প্রান্ত সমেত;
লুকানো পানি ঘাসের আড়ালে,
সবুজ শ্যামলে মনটা কাড়লে!
সীমানা ধরে এগিয়ে সামনে,
আচমকা পথ শেষ হলো কেমনে!
ফিরিয়ে লক্ষ্য অন্যদিক,
খুঁজি গোপনে সেই ঝিলিক!
আলোটা এখন গুপ্তধন,
লতায় ঘেরা বৃক্ষ বন।
এতো ভীড়ে উদাসীন!
যেন সাগর তীরে সঙ্গীবিহীন!

Image Courtesy: https://pixabay.com/photos/iris-wild-iris-yellow-flower-5350997/

Post a Comment

0 Comments