অচেনা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------
নাম না জানা একটি ফুল,
ফোটলো বাগে, গুণ অতুল।
ঘ্রাণে তার মন আকুল,
রূপ বাহারে ভরা খোল!
ভেসে আসে সুরভী তার,
দূর থেকে লু' হাওয়ার!
জোয়ার নামে মুগ্ধতার।
খোলে উৎসুক মনদ্বার,
তাই, আঁখি বুজে এই আবার!
থেকে থেকে সেই ফুলটি,
দোল দিয়ে যায় নেড়ে ঝুঁটি।
কয়দিন পর তার পাপড়ি সব,
ঝরে পরে সবান্ধব।
Image Courtesy: https://pixabay.com/photos/rose-pink-white-tender-4523871/
0 Comments